টরন্টোয় ‘বাংলাদেশি ইঞ্জিনিয়ারস নাইট’ উদযাপন কমিটির সভা ও ফ্যামিলি ডিনার অনুষ্টিত।
গত ৭ই জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় স্কারবোরোর সুপার হাকা রেস্টুরেন্টে ‘বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স নাইট’ আয়োজনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। সভার শুরুতে ডিরেক্টর পাবলিসিটি প্রকৌশলী রেজা সাত্তার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স অব অন্টারিও (এবিইও) এর উপদেষ্টা, পরিচালক ও সদস্যবৃন্দের স্বাগত জানান। এই সভায় সভাপতিত্ব করেন এবিইও এর সভাপতি প্রকৌশলী মোঃ রেজাউর রহমান এবং সভা সঞ্চালনা করেন পরিচালক এডমিন প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। এবিইও এর সকল পরিচালক, সদস্য ও তাদের পরিবারবর্গের পরিচিতি পর্ব এবং প্রাক্তন সভাপতি প্রকৌশলী সোহরাব হেসেনের দিক নির্দেশনা মূলক বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। সভায় ইঞ্জিনিয়ার্স নাইটের যাবতীয় কার্যক্রম এবং বাংলাদেশের শিল্পীর আগমন নিশ্চিতকরনে আলোচনা করা হয়।
এই সভা ও ডিনারের প্রধান আকর্ষণ ছিল ভাবীদের উপস্থিতি এবং বাংলাদেশ ইজিনিয়ারস নাইট এর প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন অডিও ও ভিডিও ক্লিপ তৈরি করা এবং এই পর্ব সার্বিকভাবে পরিচালনা করেন সংস্কৃতি বিষয়ক পরিচালক প্রকৌশলী বদিউল আলম লিটন কাজী। পরিশেষে আনলিমিটেড ভুড়ী ভোজন ও ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সহ সভাপতি প্রকৌশলী ইউসুফ তালুকদার এবং পরিচালক অর্থ ও ইঞ্জিনিয়ার্স নাইট এর কনভেনর প্রকৌশলী নওশের আলী। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স নাইটে কানাডাতে অবস্থানরত সকল বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্ট, তাদের পরিবার ও অতিথিদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

বিনিতঃ-

নওশের আলী

কনভেনর, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স নাইট উদযাপন কমিটি-২০১৮
এবিইও

Abeo1 abeo2 abeo3 abeo4 abeo5 abeo6 abeo7 abeo8 abeo9 abeo10 abeo11 abeo13 abeo14 abeo15 abeo16 abeo17 abeo18 abeo19 abeo112